(বগুড়া) প্রতিনিধি : বগুড়াশ আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বগুড়া গাবতলীর পশ্চিম পাচঁপাইকা গ্রামের পৃথক দুইটি রাস্তায় কৃষক,পথচারী ও সর্বসাধারনের জন্য দুইটি নলকূপ স্থাপন করা হয়েছে।
আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম আনুষ্ঠানিকভাবে নলকূপ দুইটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ,অভিরামপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, অত্র এলাকার আব্দুল জলিল, তোফাজ্জল হোসেন, আব্দুল মোতালেব, জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম তুহিন,রনি মন্ডল,হুমায়ুন কবির , ইব্রাহিম খলিল, সোহান, আজিজুল , সৌরভ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম , আব্দুল কবির সামি, সোহান আহমেদ, সুজন মিয়া , সাগর আহমেদ, জনি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এইসময় আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসান শামীম বলেন – আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেনো এইভাবেই মানুষের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। এইসময় বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম বলেন – আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি তাদের এই কার্যক্রম দেখে মুগ্ধ।আশা করছি এইভাবেই তারা সাধারণ মানুষের পাশে থেকে সবসময় সেবামূলক কাজ করবে বলে আমি আশাবাদী। এবং আমার জন্য দোয়া করবেন যেনো আমিও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি ইনশাআল্লাহ। নলকূপ দুইটি পেয়ে খুশি এলাকাবাসী এবং এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান