(বগুড়া) প্রতিনিধি:
গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বগুড়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বগুড়া শহরের জজকোর্ট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি পরাজিত শক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষরযন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষরযন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গণঅভ্যুথানে নিরিহ ছাত্র-জনতাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ বর্ষণ করে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করছি। তিনি আরও বলেন বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারত যদি কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে ছাত্রজনতা তাদের সঠিক জবাব দিবে। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিরোনাম :
বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ১৩৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ