(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা ও দায়রা জজ একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেছে জজশিপ মিনিস্ট্রিয়াল কর্মচারী সমিতির সদস্যরা। বগুড়া থেকে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারিরা এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১২টায় আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে বক্তব্য দেন জেলা জজ আদালতের প্রধান হিসাব রক্ষক তরিকুল ইসলাম খোকন, পেশকার তোফায়েল আহম্মেদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা অভিযোগ করে বলেন, বগুড়া জেলার প্রধান বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অন্যায়-অনিয়ম করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের ও অন্যান্য আসামীদের অবৈধভাবে আটকিয়ে রেখেছেন। তাদেরকে জামিন দেয়া হবে না এমন নির্দেশও দিয়েছেন। এছাড়া আমাদের কর্মচারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। এখন আমাদের একটাই দাবি তাদের দুজনের পদত্যাগ অথবা অপসারণ। এদিকে বগুড়া বিচার বিভাগের কর্মচারিদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলকে সমর্থন জানান বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা জানান আমাদের সাথে আলোচনা হয়েছে বগুড়া জেলা ও দায়রা জজ একে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তারা আপাতত দায়িত্ব পালন করবেন না। তাদের জায়গায় বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত দায়রা জজ-৩ জালাল উদ্দিন ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা।
শিরোনাম :
বগুড়া জেলা ও দায়রা জজের অপসারণ দাবিতে বিক্ষোভ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- ১৩২৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ