( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ছাত্র-ছাত্রীদের রং তুলিতে স্বাধীনতার উচ্ছ্বাস ঝড়ছে শহরের দেওয়ালগুলোতে। সারা দেশের ন্যায় বদলগাছী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র – ছাত্রীরা ৪ আগষ্ট ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজের এক পার্শ্বে অবস্থান নিয়ে এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং ভাইস- চেয়ারম্যান রেদোয়ানের নেতৃত্বে আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসে ছাত্র – ছাত্রীদের কর্মসূচীতে বাঁধা প্রদান করেন। এমনকি তাদের গায়ে হাত তুলে মারধর করেন। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে। পরদিন ৫ আগষ্ট দুপুরবেলা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছাত্র – ছাত্রীরা বিজয়ের আনন্দে উল্লাসে মেতে ওঠেন। তাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন। পরদিন ৬ আগষ্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা স্বেচ্ছায় স্বাধীনতা ও বিজয়ের গ্রাফিতি অংকন শুরু করে অদ্যাবধি চালিয়ে যাচ্ছেন। এসব গ্রাফিতির মাধ্যমে বিভিন্ন আশা, হতাশা, কর্মের ফলাফল ফুটে উঠেছে। গ্রাফিতি দেখে সবাই প্রশংসা করছেন। সেই সাথে শহরের সৌন্দর্যও বর্ধিত হয়েছে।
শিরোনাম :
বদলগাছীতে ছাত্র-ছাত্রীদের রং তুলিতে স্বাধীনতার উচ্ছ্বাস
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- ১৩২০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ