(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর দূর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজাফফর রহমানের বিরুদ্ধে অনিয়ন দূর্নীতির অভিযোগে কলেজ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মঙ্গলবার কলেজের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ কর্তৃক ছাত্র/ছাত্রীদের সাথে অসৎ আচরণ, চতুর্থ শ্রেনীর কর্মচারীদের দিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন, কলেজ উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ, বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদের পদন্নতি ও ছাত্র/ছাত্রীদের কে উপবৃত্তি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। ১৯৮৮ সালে কলেজ স্থাপিত হলেও কলেজে তেমন বড় কোন উন্নয়ন হয়নি। নতুন কর্মচারি নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি তুলে ধরেন তারা। এ সময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সাকিব হোসেন, সাবিহা আরবি, রাশেদ মিয়া, সহকারী অধ্যাপক ময়নুল পারভেজ, মতিউর রহমান, ফজলে রাব্বি, মানিকুজ্জামান, জিয়াউল ইসলাম, রশিদা খাতুন, ফারুক আহম্মেদ, কর্মচারী প্রদীপ কুমার প্রমুখ। বক্তারা অতিদ্রুত কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমানের পদত্যাগের দাবী জানান। এ বিষয়ে অধ্যক্ষ মোজাফ্ফরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান