(নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি খাল খনন ভাগ্য বদলে দিয়েছে কৃষকের। জানা যায়, উপজেলার নিয়ামতপুর-গাহইল খাল খনন হওয়ায় নিয়ামতপুর সদর ও রসুলপুর ইউনিয়নবাসী ও স্থানীয় কৃষকের জমি চাষে ভাগ্য বদলে দিয়েছে। এ ব্যপারে উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান সারাদেশের মতো পুকুর ও খাল খননের প্রকল্পের আওতায় নিয়ামতপুর উপজেলাধীন নিয়ামতপুর-গাহইল খাল খননের কাজ সমাপ্ত করা হয়েছে। প্রকল্পের মোট বরাদ্দ প্রায় ৭৬ লাখ টাকা এবং খালের দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এটি কৃষি জমিতে পানি সেচ দিতে অগ্রনী ভূমিকা রাখবে বলে জানান তিনি। এছাড়াও একটি মনিটরিং টিম নিয়মিতভাবে কাজের তদারকি করছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট নিয়ামতপুর-গাহইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সঠিকভাবে কাজ সম্পন্ন করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে নিয়ামতপুর-গাহইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. শাহজাহান জানান, খাল খননের কার্যাদেশ পাওয়ার পর সরকারি বিধিমালা মোতাবেক তা খনন করা হয়েছে। খাল খননে এর কৃষি জমিতে পানি সেচে আর কোন সমস্যা হবে না। তাছাড়া রবি শস্যের জন্য এটি অত্যন্ত সুফল রয়ে আনবে। কাজ শেষে নওগাঁ, রাজশাহী এমনকি ঢাকার টিমও পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। নিয়ামতপুর ইউনিয়নের কৃষকরা জানান নিয়ামতপুর-গাহইল খাল খনন করায় সারাবছর পানির আর ঘাটতি পরবে না। এর মাধ্যমে জমিতে পানি সেচ খুব সহজ হবে ও ফসল উৎপাদন আরও বাড়বে। উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, প্রকল্পের কাজ ৮৪ হাজার টাকা। কাজের ৭৫ শতাংশ মেশিন দ্বারা এবং ২৫ শতাংশ লেবার দ্বারা বাস্তবায়িত হবে। আর খননের বিষয়ে সু-নির্দিষ্ট কোন কিছু নাই। কোথাও ২ ফিট কোথাও ৩ ফিট কোথাও ৬ ফিট খনন করা লাগতে পারে। সাইডের মাটি প্রয়োজনে দিতে হবে।
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুর-গাহইল খাল খনন ভাগ্য বদলে দিয়েছে কৃষকের
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ১৩১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ