
ভারতের আজমির শরীফে হযরত খাজা মইনুদ্দিন চিশতী রহ মাজার শরীফে গেলাম পরিয়ে মোনাজাত করছেন দৈনিক জাগো দেশের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খান টিপু সুলতান চিশতী এবং তার পুত্র তামজীদ খান মুগ্ধ মোনাজাত পরিচালনা করেন আজমীর শরীফের প্রধান খাদেম সৈয়দ নেসার উদ্দিন চিশতী।