(পটুয়াখালী)প্রতিনিধি:
সারা দেশের কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচী পলন করেছে উপজেলা বিএনপি।
আজ সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ওই কর্মসূচী পালন করেন তারা। এতে এক পক্ষের নেতৃত্বে ছিলেন কেন্দ্রিয় জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
মো. আলি অজমের উপস্থাপনায় অনুষ্ঠিত ওই কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (মু মুনির হোসেন) উপজেলা বিএনপির আহ্বায়ক আ. জব্বার, সদস্য সচিব মো আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ।
অপর দিকে শহিদুল আলম সমর্থিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো শাহজাহান হাওলাদার। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদুল আলম তালুকদার। এতে উভয় পক্ষের সর্বস্থরের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মু. মনির হোসেন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হাসিনা নয় তার দোসররা এর দায় এড়াতে পারে না। এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি কারার দাবী জানান তিনি। এছারাও বিএনপি নেতাকর্মিকে উজ্জিবিত থেকে সকল সাধারণ জনগনের পাশে থেকে অত্যাচার রুখতে হবে বলেও নেতাদের নির্দেশনা দেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান