(বগুড়া) প্রতিনিধি : গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের দিনে দুপচাচিয়া থানার সামনে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা মনিরুল ইসলাম মারা যায়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ কাহালু ও দুপচাচিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ মনিরের কবরে ফাতেহা পাঠ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন । এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জেলা জামাপয়াতের আমীর মাও : আব্দুল হক সরকার,কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও : তায়েব আলী, জেলা নায়েবে আমীর মাও : আব্দুল হাকিম, কাহালু উপজেলা আমীর আব্দুস শহীদ খান, মনিরের পিতা শামসুল হক প্রমুখ। পরে অধ্যক্ষ শাহাবুদ্দিন মনিরের পরিবারকে শান্তনা দেন এবং পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান