নিউজ ডেক্স
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার দায়ে ৭ টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার (১২ আগষ্ট ) সাধারণ শিক্ষার্থী,বিজিবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করেন একটি অসাধু কুচক্র যা সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসছিল।
শিক্ষার্থীরা জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, ফসলি জমি, বসতবাড়ি, সড়ক ধসে যায়।
উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা,সানিয়াজান,শিংগিমারী ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনার নিকটবর্তী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করে আসছে। এতে করে জীব বৈচিত্র হুমকির মুখে পড়ছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে বালু, পাথর উত্তোলণ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনসাধারণের ক্ষতি করে তাদেরকে প্রতিরোধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান