বাংলার খবর২৪.কম : খবরের শুরুটা পড়তে না পড়তে ভুরু দুটোকে কাছাকাছি এনে যতটা চমকানো সম্ভব চমকে নিন৷ কারণ এটাই সত্যি৷শরীরচর্চা করতে গিয়ে এতটাই চোট পেয়েছেন যে আগামী তিন সপ্তাহ তিনি বিশেষ নড়াচড়া করতে পারবেন৷ কোনওরকম অ্যাকশন করা চলবে না৷চিকিৎসকের কড়া নির্দেশ পরবর্তীকালে হৃত্বিক যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চান তাহলে আপাতত তাকে এই বিধিনিষেধটুকু মেনে চলতেই হবে৷আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জাদাড়ো’-এর কেন্দ্রীয় চরিত্রাভিনেতা হৃত্বিক৷এই পিরিওডিক্যাল ছবিতে এক রাজার ভূমিকায় অভিনয় করছেন তিনি৷সে কারণেই ভয়ঙ্কর সব কঠিন স্টান্ট করতে হবে তাঁকে৷আর এসব ক্ষেত্রে ডামি নেওয়া পছন্দ করেন না তিনি৷এছাড়া তাঁর চরিত্রটির জন্য ওজনও কমানো জরুরি ছিল৷আর তাই বাড়িরই জিমে তিনি ওয়ার্ক আউট করছিলেন৷সেসময়ই হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন তিনি৷হৃত্বিকের এই অসুস্থতার কারণে ছবির শুটিংও পিছিয়ে গিয়েছে৷অনুরাগীরা খবরটি পাওয়া মাত্র চিন্তিত হয়ে পড়ে৷পরে তারা যখন জানতে পারে যে তিন সপ্তাহ বিশ্রাম নিলেই আবার তিনি সুস্থ হয়ে উঠবেন তখন স্বাভাবিকভাবেই খুশি অগুন্তি অনুরাগী৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান