বগুড়া (প্রতিনিধি)
বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় মেসার্স পার্বতী সেমি অটোরাইস প্রসেসিং সাটার মিলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এতে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে সেনাক্যাম্পসহ থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকার উল্লেখিত মিলে গত ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় চাল ১৫৭ টন, চালের কুড়া ৮০ টন, ধান ১৫০ টন, গুড়া ৩০ টন, দুই হাজার পিচ বস্তা, ১৫ লাখ ৬০ হাজার টাকাসহ অন্যান্য আরও ১৩ লাখ সাড়ে ৫৭ হাজার টাকার মালামাল লুট ও মিল আগুন দেয়। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় আড়াই কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে দাবি করা হয়। এ বিষয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নিরাঞ্জন চন্দ্র বলেন, ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পূর্বপরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এই হামলায় ও লুটপাটে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সেনাক্যাম্পসহ থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, বিয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান