রাব্বি সরকার, নরসিংদী প্রতিনিধি: জেল থেকে পালিয়ে চুরি করতে এসে আটক রাসেল মিয়া (২২) নামের এক ব্যক্তি। শনিবার (১০ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশের ডাংগায় প্রাণ আরএফএল কারখানায় চুরি করতে গিয়ে আটক হয়েছেন। এর আগেও তিনি একই কারখান থেকে চুরি করে জেলে যায় রাসেল।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী সদর উপজেলা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত রাসেল মিয়া (২২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব আনন্দ বাজার এলাকার বাছেদ মিয়ার ছেলে।
জানা যায়, রাসেল পলাশ উপজেলার ডাংগা কাজিরচরে প্রাণ কোম্পানিতে চাকরি করতো। চাকরির ৬ দিনের মাথায় কর্মস্থল থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এসময় নরসিংদী কারাগার ক্ষতিগ্রস্ত থাকায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেখানে আসামিরা বিদ্রোহ করে অনেকেই বেরিয়ে যায়। তাদের মধ্যে একজন আটককৃত মো. রাসেল মিয়া।
পলাশের ডাংগার কাজিরচরে অবস্থিত প্রাণ আরএফএলের সিনিয়র ম্যানেজার মো. নান্না মিয়া জানান, শনিবার (১০ আগস্ট) দুপুরে কারখানা থেকে মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আটক করা হয় রাসেল মিয়াকে। এসময় তাকে জিজ্ঞাসাবাদে জেল পলাতকের বিষয়টি স্বীকার করে।
আটকের পর বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে রাতে সেনাবাহিনীর নির্দেশনায় তাকে কারাগারে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান