ঢাকা: কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে তাদের পলাতক হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস ঘটনায় যাত্রাবাড়ী, শনিরআখড়া, ডেমরাসহ বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান