
বাংলার খবর২৪.কম : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় সম্প্রতি সাপের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে সাপে কাটা’র খবর পাওয়া যাচ্ছে। এমনকি দিনে ৮/১০ জনকেও সাপে কাটা’র খবর পাওয়া গেছে। সাপে কাটা রোগীদেরকে হাসপাতালে না নিয়ে রোগীর স্বজনরা নিয়ে যাচ্ছেন ওঝা-সাপুড়েদের কাছে। মনপুরায় বর্তমানে ওঝা-সাপুড়েরা ব্যস্ত সময় পার করছেন।
গত ১০ দিনে ৫০ জনকে সাপে কাটা’র খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসা উপকরণ মনপুরা হাসপাতালে নেই বিধায় স্থানীয় প্রায় লক্ষাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয় বিভিন্ন অভিজ্ঞ জনের সাথে আলাপ করে জানা গেছে, গরমের শেষ সময় এবং শীতের শুরুতে এ অঞ্চলে সাপের উপদ্রব দেখা যায়। তবে বিগত বছরের তুলনায় এবছর সাপের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
২২ অক্টোবর সন্ধ্যায় হাজীর হাট ইউনিয়নের বাঁধের হাটের বাসিন্দা আ: রহিমের বোন রেবু (২৫) কে সাপে কাটলে স্থানীয় ওঝা আলতাফ হোসেনের কাছে নিয়ে আসলে তিনি রোগীর চিকিৎসা করেন। এছাড়া মীম (১৩) নামের এক স্কুল ছাত্রীকে সাপে কাটলে স্থানীয় মহিলা ওঝা বিনু বেগম তার চিকিৎসা করেন। বর্তমানে তারা দু’জনই সুস্থ আছেন। এর আগে ২১ অক্টোবর সন্ধ্যায় তিনজনকে সাপে দংশন করে। এদের মধ্যে তানভীর হাসান চাঁদ (১৪) এবং আব্বাস (৮) নামের দুইজন ভালো হলেও সজিব (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এছাড়া গত ১৭ অক্টোবর বেলা দুইটায় স্থানীয় বাসিন্দা হাফেজ আ: রহিমের বড় মেয়ে ফাতেমা বেগম রিক্তা (১৭) নামের মাদ্রাসা ছাত্রীকে সাপে দংশন করলে ওঝা-সাপুড়ের কাছে নিয়েও তাকে বাঁচানো যায়নি। বিকেল পাঁচটার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার আগের দিন ১৬ অক্টোবর রাসেল ফরাজীর স্ত্রী জিন্নাত বেগম এবং দারোগার পার এলাকার একজনকে সাপে কামড়ালে ওঝার চিকিৎসায় ভালো হয়। এছাড়া ভূঁইয়ার হাটের সুমন (৮), সাকুচিয়ার আনন্দ বাজারের মফিজ (৩৩), দক্ষিণ চরফৈজুদ্দিনের হাজীর চরের আলমগীর (২৬) এবং ভূঁইয়ার হাটের আরফুজা খাতুন (১৮) নামের চারজনকে সাপে কাটলে স্থানীয় নুরে আলম নামের ওঝা তাদের চিকিৎসা করলে তারা সুস্থ হয়ে উঠেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার সাপের উপদ্রব বেশী হওয়ায় সাপে কাটা রোগীরা চিকিৎসা নিতে ওঝা-সাপুড়েদের কাছেই ভিড় করছেন। সাকুচিয়ার বাংলাবাজারের বাসিন্দা এবং উপজেলার সবচেয়ে পুরনো ওঝা হাবিবুর রহমান ওরফে হাবিরন বলেন, বিগত বছরের তুলনায় এবার সাপে কাটা রোগীর সংখ্যা বেশী। গত ১০ দিনে ১০/১২ জন রোগী আমার কাছে এসেছে। তবে রোগীর স্বজনরা দেরি করে ফেলায় একজনের মৃত্যু হয়েছে। আলতাফ হোসেন বলেন, সম্প্রতি প্রতিদিনই সাপে কাটা রোগী আসছে। গত কয়েক দিনে ১২ থেকে ১৫ জন রোগী এসেছে। আল্লাহর রহমতে সবাই ভালো হয়েছে। তবে অন্য জায়গায় চিকিৎসা করে একটি শিশু শেষ মুহূর্তে আমার কাছে নিয়ে এসেছিলো। পরে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাকুচিয়ার আরেক ওঝা এনামুল হকের কাছে ১৩ জন, ভূঁইয়ার হাটের ওঝা মফিজের কাছে পাঁচজন, নুরে আলমের কাছে পাঁচজন, মহিলা ওঝা বিনু বেগমের কাছে তিনজন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে উপজেলাবাসীর কাছে সাপ একটি আতঙ্কের নাম। সাপে কাটা রোগীর স্বজনরা রোগীকে হাসপাতালে না নিয়ে ওঝা-সাপুড়েদের কাছে নিয়ে যায়। সঠিক সময়ে সঠিক পন্থা অবলম্বন করে তাদের কাছে নিয়ে গেলে বেশীর ভাগ রোগীই ভালো হয়েছে বলে উদাহরণ রয়েছে। তারপরেও মানুষ চায় একটা নিশ্চয়তা। মানুষ চায় ডাক্তারদের চিকিৎসায় তারা ভালো হউক। অথচ মনপুরা হাসপাতাল সাপে কাটা রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছে না। এজন্য সাধারণ মানুষের মাঝে ক্ষোভের কমতি নেই।
এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুনীল চন্দ্র দাস বলেন, সাপে কাটা রোগী প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসেনা। তাদের মত করে সব চেষ্টা করে মুমূর্ষু অবস্থায় আমাদের কাছে নিয়ে আসেন। তখন আমাদের আর করার কিছুই থাকে না। এছাড়া তিনি আরও বলেন, সাপে কাটা রোগীদের ভ্যাকসিন পূর্বে আমাদের কাছে ছিল না, তবে এখন আছে। আমরা বর্তমানে সাপে কাটা রোগীর চিকিৎসা করার জন্য প্রস্তুত। বর্তমানে ৪/৫ জন রোগীকে চিকিৎসা দেওয়ার মত ঔষধ মওজুদ আছে বলে তিনি জানান।