মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
তিস্তা নদীতে ভেসে এলো অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ। মৃতদেহের হাতে একটি ঘড়ি ছিল। মুখে ছিল দাড়ি। মৃতদেহটি ছিল অর্ধগলিত অনুমানিক ৬ থেকে ৭ দিন আগের । পুলিশের ধারণা উজানের ঢলে লাশটি ভেসে এসেছে। তবে চরের বাসিন্দারা বলছে ভিন্ন কথা। তিস্তা নদী কে দূবৃর্ত্তরা হত্যার পর ডাম্পিং স্পট হিসেবে ব্যবহার করছে। হতভাগ্য যুবকটির বয়স ৪০ বছর হবে।
আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকার ওপারে চরে আটকা পড়ে ছিল মরদেহটি। পরে দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমডেম করতে মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের সলেডি স্পার বাঁধ— দুইয়ের ওপারে মরদেহ ভেসে এসে আটকে যায়। মরদেহটি দেখে হাজার হাজার মানুষ ভীড় করে। তাৎক্ষণিক ভাবে কেউ পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে মরদেহ টি পচে গেছে পরিচয় সনাক্ত করার মত অবস্থায় নেই। লাশের পেট পচে নাড়িভুড়ি বের হয়ে গেছে। মৃতদেহটির গায়ে কোন পোশাক ছিল না। দেখে মনে হয় পরিচয় গোপন রাখতে ঝলছে দেয়া হয়ে ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী । তিনি বলেন, মরদেহটি উজানের ঢলে আসতে পারে।