ফরিদপুর জেলা প্রতিনিধি-
ভাঙ্গায় এনজিওর কিস্তির টাকার পরিশোধ
না করার অজুহাতে যুবককে কুপিয়ে পঙ্গু
বাড়ী ঘর ভাংচুরের অভিযোগে ভাঙ্গার মামলা নং ১২/২৬৬।
এই মামলায় আসামিরা সোমবার (১৫ জুলাই) দলবলে একত্র হয়ে মামলা তুলে নিতে বাদিনী রোকেয়া বেগমের বাড়ীতে গিয়ে স্ব পরিবারকে সহ তার স্বজনদের ও হত্যার হুমকি দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ আসামিদের ধরতে গেলে তারা পালিয়ে বলে বাদিনী ইনকিলাব কে নিশ্চিত করেন।
নতুন করে হামলার আশঙ্কায় ভুক্তভোগীরা। এনজিও কর্মীর গংদের দাপটে ভুক্তভোগী পরিবার ২ দিন নির্ঘুম রাত কাটাচ্ছেন।
এই বিষয় মামলার বাদীনি মোঃ রোকেয়া বেগম(৪৬) স্বামী উকিল শেখ, সাং ঘারুয়া,ভাঙ্গা, তিনি ইনকিলাব কে জানান,
স্হানীয় এনজিও “উদয়ন বহুমুখী সমবায় সমিতি ” ভাঙ্গা শাখা থেকে আমার ছেলে মোঃ নাসির কিছু লোন তোলেন
ঐ এনজিও-র মাঠ কর্মী হিসেবে চাকুরী করেন মামলার ২ নং আসামি মোঃ রতন শিকদার।
তিনি মাঝে মাঝে টাকা পরিশোধ থাকলেও ফোন দিয়ে জামেলা পাকানোর জন্য অনেক বিরক্ত করেন।
এই নিয়ে গত ১৫ দিন আগে বাদিনীর ছেলে নাসিরকে একটি তুচ্ছ ঘটনায় রতন গংরা মারধর করলে গ্রাম্য ভাবে মিমাংসা হয়।
কিন্তু এনজিওকর্মী তার ভিতর ক্ষোভ রেখেই দেয়। এরই ধারাবাহিকতায়, এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করার অজুহাতে পূর্ব শত্রুতার জেড় ধরে ঘটনার গত ১০ জুলাই মামলার বাদিনী রোকেয়ার ছেলে মোঃ নাসির শেখ (৩০) কে ঘারুয়া বাজারের উপর দেশী অস্ত্র নিয়ে আসামি নয়ন ও রতনের নেতৃত্বে, ৮/৯ জন যুবক নাসিরের উপর হামলা চালায়।
হামলাকারীর নাসির কে কুঁপিয়ে, পিটিয়ে, খুঁচিয়ে থেঁতলে হাত ও হাতের আঙ্গুলে মুখে কাটা ফাটা ও রক্তাক্ত জখম করে।
এ সময় নাসির বাঁচার জন্য দৌড়ে পাশ্ববর্তী নিজ বাড়ীতে ঢুকে পড়লে সেখানেও গিয়ে হামলাকারী নাসীরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় তারা বাড়ী ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং বহু মুল্যবান জিনিস পত্র ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পাশাপাশি গ্রামের প্রতক্ষ্যদর্শী আফতাব আলী,চান মিয়া, ও বিল্লাল শেখ ঘটনার সত্যতা ইনকিলাব কে নিশ্চিত করেন।
এই আসামি নয়ন ও রতন গংদের সাথে কথা বললে তারা ইনকিলাব কে জানান, কথার কাটা কাটি এবং ঠেলা ধাক্কা হয়েছে মাত্র। রাস্তায় পড়ে নাসির আহত হয়েছে। কোন ভাংচুর এবং মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা মিথ্যা।
এই ঘটনায় ভাঙা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনায় স্হান তদন্ত করছেন। হামলায় আহত নাসির হাসপাতালে ভর্তি আছে।
আহত যুবক এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সকল বিষয় ভাঙ্গার অফিসার ইনচার্জ সাংবাদিকদের নিশ্চিত করছেন।