নিউজ ডেক্স
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ ইসলাম (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আকাশ ইসলাম (২৪) খামারভাতি এলাকার আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে। সে ঢাকার একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
১৩ জুলাই শনিবার সকাল ১১টার পর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ও চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ।
পরিবার জানায় বাঁশের পাশ দিয়ে নেয়া বিদ্যুৎ সংযোগে ক্ষতিগ্রস্ত তারের মাধ্যমে বাঁশঝাড়টি বিদ্যুতাড়িত হয়। সেটি না জেনে নিহত আকাশ ইসলাম বাঁশঝাড়ে বাঁশের বাতা ভাঙতে গিয়েছিলেন। যার ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং একবার চিৎকার দেন। স্থানীয় এক নারী ওই অবস্থা দেখে সবাইকে ডাক দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছে। সে এলাকার সম্মানিত মৃত বক্সার হাজীর নাতি। তাঁর একটা ভাই ঢাকায় থাকে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান