নিজস্ব প্রতিবেদক,
উত্তরা বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড দেয়েছে বিআরটিএ।
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করেন তাদের মধ্যে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য তিনজনকে এক মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করেন, বিআরটিএ ভ্রমমাণ আদালত। এসময় অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ১. শান্ত গাজী(২০) পিতা. মিজান গাজী ২. আলমগীর হোসেন( ৫০) পিতা ফজলুল হক, ৩. জহির (৪৮) পিতা শামছুল হক, ৪. রতন আলী(১৯) পিতা.জামান আলী।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।