মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
উজান থেকে নামা পাহাড়ি ঢলে বাড়ছে লালমনিরহাটের নদ-নদীর পানি। বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে মানুষের বসত ভিটা সহ ফসলি জমি। ভেঙে যাচ্ছে নদীর পাড়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের শেষ সম্বল বসতভিটা। বন্যা কবলিত সদর উপজেলার ধরলা নদীর মোগলহাট কুলার ঘাট ও তিস্তা নদীর খুনিয়া গাছ রাজপুর সহ তিস্তা নদীবেষ্টিত আশপাশের একাধিক এলাকা সমূহ। পানিবন্দি রয়েছে হাজার হাজার মানুষ, ঠিক সে সময়ই পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট সদর- ৩ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ অ্যাডভোকেট মতিয়ার রহমান।
কয়েকদিন ধরে বন্যা দুর্গত এলাকায় কখনো পায়ে হেঁটে কখনো নৌকায় আবার কখনো বা বৃষ্টিতে ভিজে সরেজমিনে গিয়ে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশা গুলো খুব কাছ থেকে দেখছেন তিনি এবং তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করছেন শুধু শুকনা খাবার নয় অন্যান্য সমস্যাগুলোর সমাধানের চেষ্টাও করছেন লালমনিরহাটের জননন্দিত জননেতা, এমপি মতিউর রহমান।
এ বিষয়ে লালমনিরহাট সদর- ৩ আসনের সংসদ সদস্য এমপি মোঃ এডভোকেট মতিয়ার রহমান বলেন-আমাদের মূল লক্ষ্য হচ্ছে তিস্তা নদী ভাঙ্গন রোধ করে তিস্তা নদী এলাকার মানুষদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং জনগণের কাছে দোয়া চাচ্ছি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এ বানভাসি লোকগুলোকে যেন রক্ষা করতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান এবং সদর উপজেলা পরিষদের সদস্য রেজাউল করিম রাজু সহ অন্যান্যরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান