ডেক্স রিপোর্ট
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি পরিবর্তন হয়েছে। সোমবার (৮ জুলাই) সফর শুরু হরে বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে ফেরার কথা থাকলেও বুধবারই (১০ জুলাই) ঢাকার উদ্দেশে চীন ত্যাগ করবেন সরকার প্রধান শেখ হাসিনা।
বেইজিং থেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব এম. এম. ইমরুল কায়েস সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী বুধবার চীনে স্থানীয় সময় রাত ১০টায় (ঢাকায় রাত ৮টা) ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।’
সরকার প্রধানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে ঢাকায় এসে পৌঁছাতে পারে বুধবার মধ্যরাতে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্ত ঠিক কি কারণে সফরসূচিতে এমন পরিবর্তন হলো; তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।