ছুটি ছাড়াই প্রায় ছয় মাস কর্মস্থলে অনুপস্থিতি ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ (বিআরটিএ)-এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) গোলাম হায়দার সরকার। শিক্ষা ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ না দিয়ে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছে বিআরটিএ। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ঠরা। পরবর্তীতে বেআইনিভাবে কাজে যোগদানের চেষ্টা করায় তা মঞ্জুর করেননি বিআরটিএ’র সদ্য বিদায়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমন্টে উচ্চ শিক্ষার জন্য ২০২১ সালের ২ জুন থেকে ছুটি নেন সহকারী পরিচালক গোলাম হায়দার। অফার লেটারের সময়সীমা অনুযায়ী গত বছরের ২০ মে তার উচ্চ শিক্ষা শেষ করে দেশে ফেরার কথা। কিন্তু সে হিসেবে বিআরটিএর ২২৭ নং স্বারকের আদেশ মূলে তাকে গত বছরের ২০ পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়। তবে এই কর্মকর্তা আরো ৬ মাসের ছুটির আবেদন করলে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা ২০২৩ এর ২৫ (ক) (র) অনুযায়ী আরো ছয় মাস ছুটি মঞ্জুর করা হয়। যার মেয়াদ শেষ হয় গত বছরের ৩১ ডিসেম্বর। কিন্তু এই সময়ের মধ্যেও তিনি দেশে ফেরেননি।
পরবর্তীতে গোলাম হায়দার পিএইচডি অধ্যায়নের জন্য আরো ২ বছরের ছুটি বৃদ্ধির আবেদন করেন। কিন্তু বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় অন্যকোন কোর্সে ভর্তির আবেদন ও ছুটি মঞ্জুরীর কোন সুযোগ না থাকায় একই সালের ১৯ ডিসেম্বর ২৫৯৬ নং স্বারকে তাকে ছুটি শেষে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা মানেন বিআরটিএ’র এই কর্মকর্তা। নির্দেশনা না মেনে ২৪ আবারো ১ বছর ছুট বৃদ্ধির আবেদন করেন তিনি।
কিন্তু সরকারি চাকুরিবিধি অনুযায়ী এই ছুটি দেওয়ার সুযোগ না থাকায় তা মঞ্জুর হয়নি। উল্টো বিআরটিএ কর্তৃপক্ষ তাকে কর্মস্থলে যোগ দিতে আদেশ দেয়। সংস্থাটির উপপরিচালক (প্রশাসন) সরদার মাহবুব রহমান সাক্ষরিত আদেশে বলা হয়, জনপ্রশাসন ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ এর ২৫ (ক) (র) অনুযায়ী গোলাম হায়দার সরকারের ২০২১ সালের ২৩ মে তারিখে সম্পাদিত মুচলেকা (বন্ড) অনুযায়ী প্রেষণের আদেশ ১ বছর বৃদ্ধির আবেদন মঞ্জুর করার কোন সুযোগ নেই। এবং মঞ্জুরকৃত ছুটি শেষে দেশে ফিরে কর্মস্থলে যোগদানের জন্য পুনরায় তাকে নির্দেশ প্রদান করে চিঠি দেয়া হয়।
তবে বিআরটিএর এসব চিঠি তোয়াক্কা না করে বিদেশেই থেকে যান গোলাম হায়দার। সর্বশেষ তিনি দেশে ফিরে গত ১৯ জুন কাজে যোগদানের জন্য আবেদন করেন। কিন্তু বিষয়টি চাকুরীবিধি লঙ্ঘণ হওয়ায় এবং সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের আদেশ অমান্য করায় তার যোগদানপত্র মঞ্জুর করেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, চেয়ারম্যান হিসেবে নুর মোহাম্মদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ার পর গত ৩০ জুন বিআরটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন গৌতম চন্দ্র পাল (অতিরিক্ত সচিব)। নিয়ম অনুযায়ী চাকরিচ্যুত হওয়ার কথা থাকলেও নতুন চেয়ারম্যানের কাছে তথ্য গোপন করে চাকরিতে যোগদানের এবং একই সঙ্গে পদন্নতীর তদবির করছেন গোলাম হায়দার।
সূত্র বলছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বাড়ির পাশেই গোলাম হায়দার সরকারের
বাড়ী। ফলে মন্ত্রণালয় থেকে যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার অনুমতি না দেওয়া হয় সেই ব্যবস্থা করেন ওই কর্মকর্তা। চেয়ারম্যান বদলি হওয়ার পর ওই কর্মকর্তাই গোলাম হায়দারকে নিয়ম ভেঙ্গে চাকরিতে যোগদানে সহায়তা করছেন।
বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা বলেন, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) গোলাম হায়দার সরকার কিছুদিন পূর্বে চেয়ারম্যান বরাবরে যোগদানের আবেদন দিলে চেয়ারম্যান মহোদয় সেটা মঞ্জুর করেনি। তার আবেদনটি মন্ত্রণালয়ে মতামতের জন্য প্রেরণ করা হবে। মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন হবে।
গোলাম হায়দার সরকারের বিষয়ে জানতে চাইলে বিআরটিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তার ছুটি শেষে যখন কর্মস্থলে যোগদান করেনি, তখননি আমরা আইন অনুযায়ি বিষযটি মন্ত্রণালয়কে অবগত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। মন্ত্রণালয় কোন ধরনের নির্দেশনা না দেওয়ায় তার যোগদান পত্রটি মঞ্জুর করা হয়নি। যেহেতু সে আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করেছে সেহেতু তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার পরে যোগদান প্রদান করতে পারবে কর্তৃপক্ষ।
বিআরটিএর বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বলেন, বিষটি আমি পুরোপুরি ভাবে অবগত নই। তবে মন্ত্রলানয় থেকে যে ধরণের নির্দেশনা দেওয়া হবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।