
মোঃ বশির উদ্দিন, রূপগঞ্জ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জের এলাকার চিহ্নিত ভূমিদস্যু জয়নাল বাহিনী দখল করে নিচ্ছে নিরীহ মানুষের জমি ॥ জাল দলিল, অংশ কেনাসহ বিভিন্ন প্রতারণা করে জয়নাল এখন রাস্তার ফকির থেকে এখন কোটিপতি হয়ে গেছে। তার প্রতারনার স্বীকার উপজেলার বাগবেড় এলাকার হাজী জালালউদ্দিন জানান, দক্ষিনবাগ বেলেরটেক এলাকার নূর হোসেন নূরার ছেলে জয়নাল তার ভাই মানসিক রোগী শুক্কুরের কাছ থেকে ফুসলিয়ে প্রতারণার মাধ্যমে তাদের বাড়ীর ১৩ শতাংশ জমি লিখে নেয়। উক্ত জমি দখলে নিতে ভূমিদস্যু জয়নাল ও তার বাহিনীর সদস্য ইকবাল,ঈসমাঈল, নবী হোসেন, জাকির হোসেন, রানা ও ভাড়া করা অজ্ঞাত নামা আরও ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন অস্র-সস্রে সজ্জ্তি হয়ে গত সোমবার জমি দখল করতে যায়। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা হাজী জালাল ও তার স্ত্রী পপি বেগমকে মারধর করে আহত করে। হাজী জালাল আরও জানান জয়নাল বাহিনী কর্তৃক দখল করতে আসা উক্ত জমির পজিশন তিনি তার মায়ের কাছ থেকে অনেক আগেই কিনে নিয়েছেন। তবুও জয়নাল সন্ত্রাসী বাহিনী নিয়ে অন্যায়ভাবে তার বাড়ির জমি দখল করতে আসে। দক্ষিণবাগ এলাকার আবুল হোসেন জানান, ভূমিদস্যু জয়নাল তাদের মালিকানাধীন ৩০ শতাংশ জমি জাল দলিল করে দখলের পায়তারা চালায়। বিষয়টি নিয়ে কোর্টে মামলা চলছে। এ ছাড়াও জয়নালী বাহিনীর বিরুদ্ধে এমন জবরদখলের বহু অভিযোগ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়নাল এক সময় রাস্তার ফকির ছিল। বাঘবেড় এলাকাটি পূর্বাচল উপশহরের সাথে হওয়ায় জয়নাল একটি সন্ত্রাসী বাহিনী তৈরী করে। আর এ বাহিনী দিয়ে সে জাল দলিল তৈরী করে, অংশ কেনার নামে নিরীহ মানুষের জমি দখল করে বর্তমানে সে কোটিপতি হয়ে গেছে। তার এই জবরদখল কর্মকান্ডের সাথে থানা পুলিশ জড়িত আছে বলে এলাকাবাসীর ধারনা। আর তাই জয়নাল ও তার বাহিনী একের পর এক জবরদখল কর্মকান্ড করে রাতারাতি কোটিপতি হয়ে গেলেও পুলিশ তার বিরুদ্ধে আইনগত তেমন কোন ব্যবস্থা নেয় না। জয়নাল ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হাজী জালালউদ্নি আগে মামলা রুজু করলেও পুলিশ জয়নালের পক্ষে মিথ্যা কাউন্টার মামলা রুজু করে। এ ব্যাপারে জয়নাল বাহিনী প্রধান জয়নাল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, তিনি উপযুক্ত কাগজপত্রের মাধ্যমেই জমি দখল করতে গিয়েছিলেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান , অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষের মামলা নেয়া হয়েছে।