আগামী ৩০ জুনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের কর ও ফি জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সম্প্রতি বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান কর ও ফি এবং জাতীয় রাজস্ব বোর্ডের অগ্রিম আয়কর, ভ্যাট, সম্পূরক শুল্কসহ বিআরটিএ’র যাবতীয় কর ও ফি আদায় কার্যক্রম ৩০ জুন দুপুর ১২টার পর বন্ধ থাকবে। এ কারণে ওই সময়ের আগেই মোটরযানের কর ও ফি ব্যাংকে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
আরও বলা হয়, তবে অটোমেটেড চালান (এ-চালান) সম্পাদনকারী ব্যাংকের শাখাগুলোতে ৩০ জুন বিকেল ৩টা পর্যন্ত ওপরে বর্ণিত কর বা ফি জমা করা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান