ফারুক আহমেদ সুজন : বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল । বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের এর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে বিআরটিএর চেয়ারম্যান এর দায়িত্বে চালিয়ে আসা নুর মোহাম্মদ মজুমদার আগামী ৩০শে জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন ।