মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল ও লোকালয় থেকে এখনো সরে যায়নি পানি এর ফলে বন্যার্তরা রয়েছেন চরম দুশ্চিন্তায় ও ভোগান্তিতে। লালমনিরহাটের পাঁচ উপজেলার প্রায় ১০ হাজার পরিবার এখনো পানিবন্দি রয়েছেন এরা প্রত্যেকেই নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দা। বন্যায় ভেঙে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট,পানি কমতে শুরু করলেও এখনো তলিয়ে আছে রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। পাশাপাশি গো-খাদ্যেরও চরম সংকট অব্যাহত আছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার (২২ জুন) সকাল ৯ টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত কয়েক দিনের চেয়েও কম।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার মোগোলহাট ফলিমারীর চর, খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়।
ঘরবাড়িতে পানি ঢোকায় কয়েকদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন চরাঞ্চলের মানুষ। এসব অঞ্চলের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়া চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বয়স্ক ও শিশুরা রয়েছেন অনেক কষ্টে।
এদিকে বন্যার্তদের মধ্যে কিছু শুকনো খাবার বিতরণ করলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বানভাসি লোকেরা।
মোগলহাট ইউনিয়নের চর ফলিমারির কৃষক মফিজুল ইসলাম বলেন ধরলার পানি ঘরে ঢুকেছে তাই খুব কষ্টের মধ্যে পড়েছি। রান্নাবান্না করতে পারিনি। শুকনো খাবার খেয়ে আছি। পানিতে তলিয়ে গেছে টিউবওয়েল। ঘরে খাবার পানিও নেই। দুদিন ধরে খুব কষ্টে আছি, আমাদের এলাকায় একটি বন্যা আশ্রয়ন কেন্দ্র (মুজিব কেল্লা ) নির্মাণ হতে না হতেই নদী ভাঙতে শুরু করায় সেটির নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে এখনো কিছু পাইনি, বর্ডার এলাকা হওয়ায় তেমন কেউ খোঁজ খবরও নিচ্ছে না।
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়া গাছের বানভাসিরা বলেন নদীর পানি ঘরবাড়িতে ঢোকায় ভোগান্তি বেড়েছে। ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। সবকিছুই তলিয়ে গেছে।
তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের বানভাসি লোকদের সাথে কথা বললে তারা দৈনিক লাখো কণ্ঠকে জানান, তিস্তা নদীর পানি হঠাৎ কমে ও বেড়ে যায় তাই বন্যার সময় হলেই আমরা খেয়ে না খেয়ে দিন কাটাই। আমরা এরকম পরিস্থিতি থেকে স্থায়ীভাবে মুক্তি চাই।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, বন্যার্ত পরিবারের জন্য সহযোগিতা করছি এবং সহযোগিতা অব্যাহত থাকবে এবং পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বন্যার্তদের খোঁজ খবর তারা সার্বক্ষণিক নিচ্ছেন।