সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর পাড় থেকে এক অজ্ঞাত নারীর দুইহাতের কাটা কবজি উদ্ধার করেছেন থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে
আজ ২২ জুন শনিবার সকাল ৮টার দিকে বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ কবজি দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান পুলিশ। এ বিষয়ে বগুড়া
ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেদওয়ানুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে খবর পেয়ে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। তিনি আরও জানান এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধ্যে কবজি দুটি ভেসে যেতে দেখে তা নদী থেকে উদ্ধার করেন। এরপর বিষয়টি স্থানিয় লোকজনকে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ তা উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরপর হাতের উদ্ধার করা হাতের কবজি দুটি মর্গে পাঠানো হয়। কবজি দুটি কোন এক নারীর বলে ধারণা করা হচ্ছে । কে-বা কাহারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২- ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হবে।
শিরোনাম :
বগুড়ায় নদী থেকে ২টি কাটা কবজি উদ্ধার করেছেন পুলিশ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- ১৩৭৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ