আসাদুজ্জামান ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন শেষে ব্যক্তিগত তহবিল থেকে ঘর বিধ্বস্ত ও পানিবন্দীদের মাঝে ১০ লক্ষ টাকা ও শুকনা খাবারসহ ত্রানসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওমীলীগগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুল হক দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন, ঘূর্ণিঝড় এলাকায় ক্ষতিগ্রস্থ লোকদের খোজখবর নিচ্ছি, ব্যক্তিগতভাবে সাধ্যমত ত্রানসামগ্রী বিতরণ করছি। সরকারি সহায়তা আসলে সুষ্ঠভাবে বিতরণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান