সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর ও আত্রাই স্টেশনে পৃথক দুর্ঘটনা ঘটে। আজ বুধবার (১৫ মে) দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন বুধবার ভোর ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে পৌঁছুলে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। অপরদিকে ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলকপুর স্টেশন এলাকায় একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। তোজাম্মেল হক বকুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল পাড়ার আব্দুল হকের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান