লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।
সোমবার উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দালাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে রাতেই আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ। আটককৃতরা হলেন একই এলাকার আয়ুব আলীর ছেলে আতিকুল ইসলাম (৩৪) ও আঃ রহমানের ছেলে সুমন মিয়া (১৯)।
আহতরা হলেন- মোছাঃ সৌদিয়া আরফিন (২৩), মোছাঃ মাইশা ইসলাম (১৮) মোছাঃ মাহিয়া ইসলাম (৯) ও মোঃ মুক্তা ফাহাদ (১৪) তাদের প্রত্যেকের বাড়ি লালমনিহাট সদর উপজেলার গোকু্ন্ডা ইউনিয়নের দালাল পাড়া গ্রামে।
এ ঘটনায় মোছাঃ সৌদিয়া আরফিনের বাবা আমিনুল ইসলাম (৫৪) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মোঃ আইয়ুব আলীর সঙ্গে তারই চাচাতো ভাই মোঃ আমিনুল ইসলামের ফসলি জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার ৫ এপ্রিল ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটায় দিকে আমিনুল ইসলামের ভোগ দখলীয় জমি থেকে ধান কেটে বাড়ির উঠানে রাখলে উক্ত আসামিগন পরিকল্পিত ভাবে দলবেঁধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আঙিনায় রাখা ধানের আটি নিয়ে যাওয়ার সময় দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে আমিনুল ইসলামের মেয়ে সহ চারজন আহত হন। আহতদের চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, রাতে অভিযোগ পাওয়ার পরে দুজনকে আটক করা হয়। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান