মোঃ জুয়েল রানা,কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল বাজারের উত্তর পাশে পাটওয়ারী বাড়ি সংলগ্ন ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হলেও দীর্ঘ এক যুগেও তার সংস্কার বা পুনঃনির্মাণের উদ্যোগ নেয়নি প্রশাসন।
এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর ব্রিজটি কাঠ ও বাঁশ দিয়ে সংস্কার করা হলেও তা বেশিদিন টিকছে না। এই ব্রিজটি দিয়ে প্রায় ১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। প্রায় ১২টি গ্রামের প্রধান সড়ক হওয়ায় দেশের বিভিন্ন যায়গায় যাওয়ার প্রধান রাস্তা হওয়ায় দিন দিন সাধারন মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাছাড়া স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রচার করা হলেও কোন কাজে আসছে না বলে মনে করেন এলাকার মানুষ।
তারা আরো বলেন পত্রিকায় লিখে কি হবে। এমনতো ৮-১০ বছরে বহু বার পত্রিকায় সংবাদ প্রকাশ করছেন আজও ব্রিজটি সংস্কার হয়েছে কি।
এ ভাঙা ব্রিজ নিয়ে সাচার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, দীর্ঘ দিন ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হলেও এটি সংস্কার অথবা পুননির্মাণের ব্যবস্থা গ্রহন করছে না কর্তৃপক্ষ। আমি কর্তৃপক্ষের জোড় দাবী জানাবো, সাধারন মানুষের কথা চিন্তা করে ব্রিজটি অচিরেই যাতে ভেঙে পুন নির্মাণ করা হয়। উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন বলেন, এই ব্রিজ সংক্রান্ত তথ্য ডিপিপিতে পাঠানো হয়েছে। শীঘ্রই আমরা ব্রিজটির কাজ শুরু করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান