সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জের ধরে কিশোর গ্যাং হোতার রাম দায়ের কোপে ফিরোজা বেগম (৬৫) নিহতের ঘটনা ঘটেছে। এঘটনায় ঘাতক সৈকত ইসলাম (১৮) পলাতক রয়েছে। তারা সম্পর্কে নানী- নাতী।
নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌরসভা এলাকার আচঁলাই দারাপার গ্রামের
মৃত তছির উদ্দিন ফকিরের ২ পুত্র সামছুল ফকির (৭৫) ও তাজুল ফকির (৭০)। তাদের মাঠের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বড় ভাই সামছুল ফকির তাদের পৈতৃক জমি নিজের সুবিধা মত ভোগদখল করতে চায়। এতে সুবিধা বঞ্চিত হয় ছোট ভাই তাজুল ফকির। এক সময় জমির প্রতিবাদ করতে গিয়ে সামছুল ফকিরের মেয়ের ছেলে (নাতী) একই গ্রামের সবুজ মিয়ার পুত্র এলাকায় কিশোর গ্যাংগের হোতা নামে পরিচিত সৈকত ইসলাম সহ সামছুলের পরিবারের লোকজন তাজুলের পরিবারের লোকজনদের বেধড়ক মারপিট করে আহত করে। একপর্যায়ে জমিজমা বিষয়টি সুষ্ঠু সমাধান চেয়ে ভুক্তভোগী তাজুল ফকির শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জানের বরাবরে একটি অভিযোগ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান আচঁলাই দারাপাড়া সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, যেহেতু জমিতে বোরো ধান রয়েছে। ধান টাকা মারা শেষে জমি গুলো ফাঁকা হলে সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে উভয় পক্ষ কে বুঝিয়ে দেওয়া হবে। এরপর তাজুল ফকিরের স্ত্রী ফিরোজা বেগম ও তার ২য় পুত্র এরশাদ হোসেন তাদের বাড়ির অদূরে বিবাদমান জমি থেকে ইজিবাইক যোগে বেলা ১২টায় বাড়ীর দিকে রওনা দেন। এদিকে নানা সামছুল ফকিরের পক্ষ নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাংগের হোতা সৈকত দলবল নিয়ে চকভোলাখাঁ রাস্তায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে অপেক্ষা করে। তারা ইজিবাইকের গতিরোধ করে এরশাদকে টানাহেঁচড়া করে নামানোর চেষ্টা করে। এসময় ছেলেকে বাঁচাতে মা ফিরোজা বেগম এগিয়ে এলে ঘাতক সৈকত রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে মা ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান। এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান বলেন, নিহতের স্বামী ৬জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সৈকতের বন্ধু আপেল মিয়া আটক করে থানায় নেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের দ্রুত আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- ১৩৪২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ