দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে আট বিভাগে অভিযান চলমান রেখেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। এদিন সারা দেশে অভিযান চালিয়ে ৬ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২ মে) দিনভর এই অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।
মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব বিভাগে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।
বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির যানের বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে অতিরিক্ত গতির কারণে মোবাইল কোর্ট ৩৩১টি মামলা দায়ের করে। একই অপরাধে ৬ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।