বাংলার খবর২৪.কম: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আবারও ৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত।
১২ দিনের জেল হেফাজত শেষে আজ শনিবার দুপুরে দুই সহযোগী‑ ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ নূর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়ের আদালতে তোলা হয়।
পরে স্থানীয় সময় দুপুর আড়াইটার পর বারাসত আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের এজলাসে শুনানি শুরু হয়। এসময় বিচারক সরকার পক্ষের আইনজীবীর কাছে কেস ডায়েরি চান।
পরে কেস ডায়েরি হাজির করার জন্য এবং মামলা তদন্তের স্বার্থে নূর হোসেন ও তার দুই সহযোগীকে আরো ৫ দিন জেল হেফাজত পাঠান আদালত।
এদিকে আদালতে আজ নূর জানিয়েছেন, তিনি জামিনের জন্য আবেদন করবেন।
এর আগে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে নূর হোসেন, ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনকে বিধাননগর সিটি পুলিশের লাল হুটার লাগানো একটি টাটা সুমোতে করে আদালতে আনা হয়।