মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাটে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার শেখ কামাল স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ফুটবল দল প্রতিপক্ষ চীফ জুডিশিয়াল ফুটবল দলের জালে ১টি গোল দিয়ে জয়ের পথে এগিয়ে থাকেন। তার দশ মিনিট পর প্যানাল্টি গোলে চীফ জুডিশিয়াল দলের অধিনায়ক মোঃ রেজাউল করিম গোল করে দলকে সমতায় নিয়ে আসেন। খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোল করতে পারেনি। নির্ধারিত সময় শেষ হলে ট্রাইব্রেকারে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ফুটবল দল ৩-২ গোলে রেফারির বাঁশির মধ্যদিয়ে বিজয়ী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলের খেলোয়াড় ও সমর্থকরা বিজয় আনন্দে মেতে ওঠেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি লালমনিরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাফিল , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট লেলিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান