পাটগ্রাম সংবাদদাতা
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ধবলসুতী,হরিসভা খানপাড়া এলাকায় মমতা বেগম (৪০) ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম ইউনিয়নের খানপাড়া হরিসভা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,ধবলসুতী বাসিন্দার মৃত বদির উদ্দিন এর মেয়ে নিহত মমতা বেগম দীর্ঘ দিন ধরে ভারসাম্যহীন । কানে না শোনার কারণে রেল লাইনে হাঁটার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে এবং ঘটনাস্থল মৃত্যু হয় ,ঘটনার পর পাশে থাকা স্থানীয় লোকজন গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন।
স্থানীয়রা জানা যায়,ভারসাম্যহীন মমতা ২০ থেকে ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতে থাকতেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান