বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা
সারাদেশে অভিযান চালিয়ে ৪১০টি গাড়ির নামে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর মধ্যে ৩টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের আট বিভাগের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিআরটিএ। এতে এসব মামলার বিপরীতে ৯ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিআরটিএর এক বিজ্ঞপ্ততে বলা হয়, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করতে এবং অবৈধ নসিমন, করিমন, তিন চাকার যান, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান