বাংলার খবর২৪.কম : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্যরা এই কর্মসূচিতে বাধা প্রদান করে তা পণ্ড করে দেয়।
শুকবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন সংলগ্ন বাজার সড়কে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নিয়ে কর্মসূচি পালনে হুমকি প্রদান করে মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্যরা। তারা মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়। এ ঘটনায় শত শত নারী-পুরুষ তাৎক্ষণিকভাবে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
মানববন্ধনকারীরা অভিযোগ করে জানান, কোলাপারা ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু মো. দুলাল ওরফে (লাদেন দুলাল) ও তার ছেলে মঞ্জিল গংদের হাত থেকে এলাকার যুব সমাজ ও নিজেদের ভূমি রক্ষার দাবিতে কয়েক শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করার চেষ্টা করে। এসময় লাদেন দুলালের লোকজন তাদের বাধা দেয়। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে মানববন্ধনকারীরা আগে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যেতো। তবে অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।