মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্র সেচ প্রকল্পের গভীর নলকুপের খুটি ভেঙে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল ) দুপুরে সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকায় এ ঘটনা ঘটে। আল আমিন ইসলাম ওই এলাকার কাদের ইসলামের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করছিলেন আল আমিন। প্রচণ্ড গরমে পানি খেতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায় সে। এ সময় পা পিছলে গেলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি আকড়ে ধরে। তখনই জরাজীর্ণ খুটিটি তার মাথায় ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্র সেচ প্রকল্পের গভীর নলকুপের খুটিগুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এগুলো বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।