সজীব হাসান, প্রতিনিধি: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা আমষট্ট নয়ন পার্ক ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে ঈদের উৎসবকে রঙিন করে তুলেছে। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিম-উত্তরে গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে আলহাজ্ব আফজাল হোসেন নয়ন নিজ বাসভবনের সামনে সবুজ বেস্টুনিতে নয়ন পার্ক স্থাপন করেছেন। উপজেলায় বিনোদনের উল্লেখযোগ্য কোন কেন্দ্র না থাকায় ঈদের দিন থেকেই প্রচন্ড তাপমাত্রা ও অসহনীয় গরমকে উপেক্ষা করে নয়ন পার্কে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। বিভিন্ন শহর থেকে নারীর টানে ঈদ করতে আসা মানুষরাও আপনজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে নয়ন পার্কে ঘুরতে আসে। পার্কে শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা, দোলনা, চরকিতে শিশুদের পাশাপাশি বড়দেরও উঠতে দেখা যায়। পার্কের পশ্চিম পাশে বিশাল পুকুরে দেশীয় ওয়াটার বাস ও সবুজ উদ্যান চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৌতুক বিনোদন যুগিয়েছে দর্শনার্থীদের।
শিরোনাম :
আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- ১৩৯৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ