বাংলার খবর২৪.কম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।
বিবিসি, এএফপি, দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, আরব নিউজ, আইআরআইবিসহ আরো অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
‘কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক জামায়াত নেতার মৃত্যু’ এই একই শিরোনামে নিউজ প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।
‘৯১ বছর বয়সী বাংলাদেশের ইসলামপন্থী নেতা গোলাম আযমের মৃত্যু’ শিরোনামে খবর প্রকাশ করেছে বিবিসি।
আর আরব নিউজে বলা হয়েছে, ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়ার একবছর পরেই বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দলের সাবেক নেতা মারা গেলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।