ডেস্ক : জনাব পারভেজ ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা থেকে রংপুর যাবে আগামী ৮ তারিখ। বিগত ০৩ এপ্রিল অনলাইন টিকেট প্ল্যাটফর্ম সহজ ডট কম-এর মাধ্যমে তিনি মোল্লা ট্রাভেলস-এর ঢাকা-রংপুরের একটি টিকেট ক্রয় করেন যেখানে তার কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৬৩৯ টাকা বেশি নেওয়া হয়। উক্ত ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে গত ০৪ এপ্রিল সহজ ডট কম-এর অফিসে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত মূল্যে অনলাইনে টিকেট বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়, দেখা যায় প্রতিষ্ঠান-টি ঢাকা – রংপুরগামী হানিফ ও মোল্লা ট্রাভেলস নামক ২টি পরিবহনের ঈদের টিকেট নির্ধারিত ৮৬১/- এর স্থলে যথাক্রমে ১২৪০/- এবং ১৫০০/- মুল্যে বিক্রি করছে। নির্ধারিত ভাড়ার অধিক মূল্যে টিকেট বিক্রি করে ভোক্তার আর্থিক ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০,০০০/- জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান-টি প্রতি টিকেটে অতিরিক্ত ১০০/- চার্জ গ্রহণ করছে যা সম্পূর্ণ অযৌক্তিক।
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকেট বিক্রি না করতে এবং অযৌক্তিক ফি গ্রহণ না করার বিষয়ে সহজ ডট কম নামীয় প্রতিষ্ঠানটি-কে বিআরটিএ’র মোবাইল কোর্ট কর্তৃক কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
শিরোনাম :
সহজ ডট কম অফিসে বিআরটিএ’র অভিযান
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- ১৫৭৮ বার
Tag :
বিআরটিএ মোবাইল কোর্ট
জনপ্রিয় সংবাদ