বাংলার খবর২৪.কম : ‘এই সরকার বিদেশে গিয়ে শুধু ফটো সেশন করেছে, আন্তর্জাতিক বিশ্ব বৈধতা দেয় নি’- গতকাল নীলফামারীতে এক জনসভায় খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম বলেন, খালেদা জিয়া তার অচল দলকে সচল করার লক্ষ্যে হতাশা থেকে নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছেন। যদি শেখ হাসিনাকে বিদেশীরা নির্বাচিত সরকার বলে বৈধতা না দিত, তাহলে তার সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধানরা বৈঠক করতেন না। এমনকি বিদেশী সরকারও বাংলাদেশ সফরে এসে চুক্তিতে আবদ্ধ হতেন না।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি সাবেক প্রধানমন্ত্রী । তাই বলছি মিথ্যাচার না করে দায়িত্বশীল হন। দল গোছান। ২০১৯ সালে আবার নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন।
গোলাম আযমের লাশ বাংলাদেশে দাফন না করার দাবি জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,‘তনি সর্বোচ্চ আদালতের রায় মেনে কারাবাসে ছিলেন। এখন এর ব্যতিক্রম করার কোন সুযোগ নেই’
ইসলামী দলগুলোর ডাকা ২৬ অক্টোবরের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, একজন নেত্রীর আদালতে হাজির না হওয়ার জন্য তার প্ররোচণায় হরতাল ডাকা হয়েছে। তিনি বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেই এই হরতাল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান