আগারগাঁও এলজিইডির গুরুত্বপূর্ন নগর উন্নয়ন প্রকল্পে চলছে একটি ধর্ষক সিন্ডিকেটের রামরাজত্ব। ধর্ষনের শিকার নারী মুখ খুলে পড়েছে আরো বিপাকে। সেই সাথে ওই নারীর ওপর ওই পৈশাচিকতার বিরোধীতার জন্য চক্রান্তের জালে আটকে কোনঠাসা ওই প্রকল্পের আরো অনেকে। প্রকল্পের বিল ছাড়ের নামে অবাধে কোটি কোটি টাকা ঘুষ আদায় আর সহকর্মী নারীকে জিম্মি করে দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্নভাবে ধর্ষনসহ নানা অপকর্মের অভিযোগ থোড়াইকেয়ার করে সিন্ডিকেটটি রয়েছে বহাল তবিয়্যতে। আর এ নিয়ে দুই খন্ডের প্রতিবেদনের প্রথম খন্ডে থাকছে-ওই সিন্ডিকেটের অন্যতম হোতা ক্ষমতাধর ঘুষবাজ হিসাব রক্ষক তরিকুল ইসলামের বেপরোয়া ঘুষবাজি ও তার সিন্ডিকেট সদস্যদের ধর্ষনসহ নানা অপকর্মের সংক্ষিপ্ত ধারনা দেয়ার প্রয়াস। সিন্ডিকেটটির মহাক্ষমতাধর হিসাব রক্ষক হোতা তরিকুল ইসলামের আস্কারায় তারই একান্ত আস্থাভাজন সহযোগী উপ সহাকারি প্রকৌশলী আশরাফুল আলম লায়লা নামের এক সহকর্মীকে জিম্মি করে ধর্ষনের ধামাটাপা পড়া অভিযোগ সম্প্রতি নাড়াচাড়া দিয়ে উঠেছে। আর দীর্ঘদিন ধরে এ অপকর্মের সহযোগীতা করেছে তাহসিনা আক্তার ও রাকিব নামের দুই সহকর্মী। তারা যোগসাজশে লায়লার সম্ভ্রম লুটে তার জীবনটাকে বিষিয়ে তুলেছে। সিন্ডিকেটটির ঘুষ বাণিজ্যের শরীকদারীর সৌজন্যে তারা বছরের পর বছর ধরে লায়লাকে জিম্মি করে একই চক্রের দ্বিতীয় হোতা আশরাফুল আলমের লাম্পট্যের খোরাক বানিয়েছে। প্রকান্তরে মূল হোতা তরিকুলের আস্থার জায়গা লুফেছে। এ যাবৎ ভুক্তভোগী লায়লা ভুক্তভোগী লায়লা সংশ্লিস্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে বিচার চেয়ে কোন ফল না পেয়ে আগারগাঁও এলজিইডি’র কাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। কিন্তু হাল ছাড়েনি,তার ওপর ঘটানো অপরাধের হোতা আশরাফুল আলমসহ সহযোগি তরিকুল,তাহসিনা ও রাকিবদের বিচারের মুখোমুখি করতে ছুটে বেড়াচ্ছেন আদালতসহ সংশ্লিস্ট দপ্তরে। ধর্ষনের মত অপকর্মে একজন নারীসহ অন্যরা কেন জড়িয়েছেন ? এ নিয়ে বিস্তারিত আসছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান