সজীব হাসান,( বগুড়া) : ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদে যান চলাচল নির্বিঘ্ন করতে চারটি পয়েন্টে পুলিশের কন্ট্রোলরুম বসানো হবে৷ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, জেলা ও হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে৷ আজ
রোববার (৩১ই মার্চ) জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহাসড়কের শেরপুরের চান্দাইকোনা থেকে শিবগঞ্জের মোকামতলা পর্যন্ত সার্বিক অবস্থা পরিদর্শন শেষে তারা এ কথা জানান। এই সময় ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদ যাত্রায় যানযটট তৈরি হতে পারে এমন ১০ টি স্থান চিহ্নিত করা হয়৷ স্থানগুলো হলো, শেরপুর উপজেলার মির্জাপুর ওভারপাস, ছোনকা বাজার, ঘোগা বটতলা, ঘোগা ব্রিজ, ফুড ভিলেজে ও পেন্টাগন হোটেল এলাকা, শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা, সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের, মাটিডালী বিমান মোড় ও শিবগঞ্জের মোকামতলা এলাকা৷ এই স্থানগুলোতে পুলিশ ও র্যাবের যৌথদল কাজ করবে। এছাড়াও মোকামতলা বন্দর, মাটিডালি বিমান মোড়, বনানী লিচুতলা মোড় ও ধুনট মোড়ে পুলিশ কন্ট্রোলরুম রাখা হবে৷ বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান এই বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। ঈদযাত্রায় মানুষের নিরাপদে ঘরে ফেরা ও নিশ্চিন্তে যাতায়াতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সকল তথ্য সড়ক বিভাগের কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো আগামী ৪ মার্চের মধ্যে সংস্কার করে দেওয়ার কথা দিয়েছেন। ঘরমুখী মানুষদের যাতে কোনভাবেই দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য জেলা প্রশাসনের কাজ চলমান আছে৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান