রশিদুল ইসলাম প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।
২৯ মার্চ শুক্রবার মধ্যরাতে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের গুলিতে মুরলী চন্দ্র নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।
নিহত মুরলী চন্দ্র (৪০) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতের পর সীমান্ত পিলার ৯১৩/৪ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করলে ৭৫ চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহলরত দল গুলি করে, এতে ঘটনাস্থলেই মুরলী চন্দ্রের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের বুকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টামের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান