অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময় Logo নাটোরে আগাম জাতের আমন ধান কাটার ধুম  পড়ছে                      Logo রায়পুরা উপজেলায় ‘বিএসটিআই’ এর সার্ভিলেন্স অভিযান Logo বিএনপি নেতার বাড়ি ভাঙচুর,লুটপাট ১৪ মাস পর সাংবাদিকসহ ৫৭ জনের নামে মামলা! Logo জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমীতে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

শব্দ দূষণ, মানবজাতির জন্য নিরব ঘাতক

মানুষ নবজাতক সময় থেকে একটি পরিবেশে বড় হতে থাকে। তাই পরিবেশ মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বলা যায় সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ। গাছ-পালা, পশু-পাখি, নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, দালান কোঠা, ঘর- বাড়ি, শিক্ষালয় এ সবই আমাদের পরিবেশের আওতাধীন। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুন্দর পরিবেশ। আর এ সুন্দর পরিবেশ নিশ্চয়তার দায়িত্ব বর্তায় মানুষের ওপর। এ ব্যাপারে আমরা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, এ ভাবনা সচেতন মহলকে কিছুটাও হলেও ভাবায়। কিন্তু ভাবনার ইচ্ছেগুলো ডানা না মেল্লে ভাবনা তো ভাবনাই থেকে যাবে। তার পরেও ভাবনার পাশাপাশি কাজ করতে হবে। যে সমস্ত দূষণে (বায়ুদূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক ও পলিথিন দূষণ) রাজধানী ঢাকা আজ দূষিত নগরীর তালিকায় তার মধ্যে অন্যতম শীর্ষে শব্দ দূষণ সমস্যায়। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে শব্দ দূষনের এখন একই চিত্র। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যেখানে কার্যকর ভূমিকা রাখার কথা সেখানে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে বার বার ব্যার্থ হচ্ছি। ফলে আমাদের চারপাশ এখন শব্দসন্ত্রাসে পরিণত হয়েছে। রাত দিন দেশের বিভাগীয়,জেলা ও উপজেলা লেভেলের রাস্তায় লাখ লাখ গাড়ির কাফেলা। এ সমস্ত গাড়ির যত্রতত্র হর্ন বাজানো এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং হাসপাতালের সামনে। যদিও এসব প্রতিষ্ঠানের অনতিদূরে সাইন বোর্ডে লেখা থাকে- ‘উচ্চঃ স্বরে হর্ন বাজানো নিষেধ’ কিন্তু কে শুনে কার কথা? এ যেন, চলছে যেমন চলুক। বলছে লোকে বলুক। দেখছে লোকে দেখুক। কানে দিয়ে তুলো। এছাড়া, আর কোনো গত্যন্তর নেই। গাড়ির শব্দ ও হর্ন এবং রেলগাড়ির হুইসেল শ্রবণ শক্তির ওপর পভাব ফেলে যা কখনো স্থায়ী রূপ পরিগ্রহ করে শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে সাহায্য করে।

এ যেন আমাদের অসচেতনতারই ফসল। তাছাড়া, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় গাড়ি, নছিমন, করিমন, ভটভটি, ট্রলি ইত্যাদির বিকট আওয়াজ মন-মানসিকতার ওপর ব্যাপক প্রভাব ফেলে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। অথচ আমরা সবাই সচেতন হলে শব্দদূষণ থেকে পরিত্রাণ পেতে পারি অনেকাংশে। অপদস্থ হওয়ার ভয়ে অনেক মানুষ কর্তৃপক্ষের নিকট অভিযোগ- অনুযোগ না করে নির্বিবাদে এ যন্ত্রণা সহ্য করছেন দিনের পর দিন। প্রতিবাদের ভাষা যেন নীরবে নিভৃতে কাঁদে। তাছাড়া, নগরীর নতুন রাস্তা নির্মাণ এবং পুরাতন রাস্তা মেরামতের নিমিত্তে রড কাটা ও রড জ্বালাইরের বিকট শব্দও কানে লাগায় তালা। বিভিন্ন সভা-সমাবেশ, বনভোজন এবং প্রচার কাজে ব্যবহৃত মাইকের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। উচ্চৈঃস্বরে সাউন্ড বক্সে গান বাজানো, দোকান পাটে টেলিভিশনের শব্দ, কলকারখানার বিভিন্ন আওয়াজ এবং কোটি মানুষের কথোপকথন শব্দদূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে নিত্য-নিশিদিন। শব্দ-দূষণের বিরুদ্ধে আইন থাকলেও এর বাস্তবায়ন নেই বললেই চলে। শব্দদূষণ যেন এক মারাত্মক ব্যাধি। এর বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে, মানববন্ধনের মাধ্যমে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে হবে। তবেই এর সুফল পাওয়া যেতে পারে, নচেৎ নয়।

আসুন পরিবেশ কে রক্ষা করি। শব্দ দূষণের ব্যাপারে সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের কে কাজ করতে হবে। দেশ ও মাটির প্রতি দেশপ্রেমবোধ থাকলে আমরা সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে পারবো। অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আমাদের উচিৎ পরিবেশ দূষণ না করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

শব্দ দূষণ, মানবজাতির জন্য নিরব ঘাতক

আপডেট টাইম : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মানুষ নবজাতক সময় থেকে একটি পরিবেশে বড় হতে থাকে। তাই পরিবেশ মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বলা যায় সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ। গাছ-পালা, পশু-পাখি, নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত, দালান কোঠা, ঘর- বাড়ি, শিক্ষালয় এ সবই আমাদের পরিবেশের আওতাধীন। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুন্দর পরিবেশ। আর এ সুন্দর পরিবেশ নিশ্চয়তার দায়িত্ব বর্তায় মানুষের ওপর। এ ব্যাপারে আমরা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, এ ভাবনা সচেতন মহলকে কিছুটাও হলেও ভাবায়। কিন্তু ভাবনার ইচ্ছেগুলো ডানা না মেল্লে ভাবনা তো ভাবনাই থেকে যাবে। তার পরেও ভাবনার পাশাপাশি কাজ করতে হবে। যে সমস্ত দূষণে (বায়ুদূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক ও পলিথিন দূষণ) রাজধানী ঢাকা আজ দূষিত নগরীর তালিকায় তার মধ্যে অন্যতম শীর্ষে শব্দ দূষণ সমস্যায়। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে শব্দ দূষনের এখন একই চিত্র। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যেখানে কার্যকর ভূমিকা রাখার কথা সেখানে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে বার বার ব্যার্থ হচ্ছি। ফলে আমাদের চারপাশ এখন শব্দসন্ত্রাসে পরিণত হয়েছে। রাত দিন দেশের বিভাগীয়,জেলা ও উপজেলা লেভেলের রাস্তায় লাখ লাখ গাড়ির কাফেলা। এ সমস্ত গাড়ির যত্রতত্র হর্ন বাজানো এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং হাসপাতালের সামনে। যদিও এসব প্রতিষ্ঠানের অনতিদূরে সাইন বোর্ডে লেখা থাকে- ‘উচ্চঃ স্বরে হর্ন বাজানো নিষেধ’ কিন্তু কে শুনে কার কথা? এ যেন, চলছে যেমন চলুক। বলছে লোকে বলুক। দেখছে লোকে দেখুক। কানে দিয়ে তুলো। এছাড়া, আর কোনো গত্যন্তর নেই। গাড়ির শব্দ ও হর্ন এবং রেলগাড়ির হুইসেল শ্রবণ শক্তির ওপর পভাব ফেলে যা কখনো স্থায়ী রূপ পরিগ্রহ করে শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে সাহায্য করে।

এ যেন আমাদের অসচেতনতারই ফসল। তাছাড়া, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় গাড়ি, নছিমন, করিমন, ভটভটি, ট্রলি ইত্যাদির বিকট আওয়াজ মন-মানসিকতার ওপর ব্যাপক প্রভাব ফেলে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। অথচ আমরা সবাই সচেতন হলে শব্দদূষণ থেকে পরিত্রাণ পেতে পারি অনেকাংশে। অপদস্থ হওয়ার ভয়ে অনেক মানুষ কর্তৃপক্ষের নিকট অভিযোগ- অনুযোগ না করে নির্বিবাদে এ যন্ত্রণা সহ্য করছেন দিনের পর দিন। প্রতিবাদের ভাষা যেন নীরবে নিভৃতে কাঁদে। তাছাড়া, নগরীর নতুন রাস্তা নির্মাণ এবং পুরাতন রাস্তা মেরামতের নিমিত্তে রড কাটা ও রড জ্বালাইরের বিকট শব্দও কানে লাগায় তালা। বিভিন্ন সভা-সমাবেশ, বনভোজন এবং প্রচার কাজে ব্যবহৃত মাইকের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। উচ্চৈঃস্বরে সাউন্ড বক্সে গান বাজানো, দোকান পাটে টেলিভিশনের শব্দ, কলকারখানার বিভিন্ন আওয়াজ এবং কোটি মানুষের কথোপকথন শব্দদূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে নিত্য-নিশিদিন। শব্দ-দূষণের বিরুদ্ধে আইন থাকলেও এর বাস্তবায়ন নেই বললেই চলে। শব্দদূষণ যেন এক মারাত্মক ব্যাধি। এর বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে, মানববন্ধনের মাধ্যমে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে হবে। তবেই এর সুফল পাওয়া যেতে পারে, নচেৎ নয়।

আসুন পরিবেশ কে রক্ষা করি। শব্দ দূষণের ব্যাপারে সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের কে কাজ করতে হবে। দেশ ও মাটির প্রতি দেশপ্রেমবোধ থাকলে আমরা সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে পারবো। অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আমাদের উচিৎ পরিবেশ দূষণ না করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা।