বাংলার খবর২৪.কম ডেস্ক: ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ১ হাজার ৭০০ বারেরও বেশি মিসাইল ও বোমা হামলা চালিয়েছে। আমেরিকার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। গত ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত ইরাক ও সিরিয়ায় এই হামলা করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার বলেছেন, এছাড়াও ইরাক এবং সিরিয়ায় ৬৩২ বার বিমান হামলা চালানো হয়েছে।
‘অপারেশন ইনহেরেন্ড রিজলভ’ শিরোনামে ওই অভিযানে ইরাকে বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডও অংশ নিয়েছে।
অপরদিকে সিরিয়ায় বিমান হামলায় অংশ নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও বাহরাইন। সূত্র আল-জাজিরা