মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ৩২ জন চাকরি পেয়েছেন।
গত শনিবার ( ২৩ মার্চ) লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম মহোদয় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এতে ২৭ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন।
নির্বাচিতদের নাম ঘোষণার সময় পুলিশ লাইন্স মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। এবারের ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় লালমনিরহাট জেলার ১৪৪২ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষা দেন ২৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮২ জন এরপর সর্বশেষ চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট ৩২ জন, তারা প্রত্যেকেই ঘুষ ও কোন তদবির ছাড়াই চাকরির পেয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান