বাংলার খবর২৪.কম : নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান সংগঠন (বাঁধন) এর ১৭ তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে সংগঠনটি দেশের সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।
এরপর ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু করে চারুকলা হয়ে আবার টিএস সিতে গিয়ে শেষ হয়।
বর্ষপূর্তিতে এবারের বাঁধনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সতেরোতে স্বপ্ন কথন, রক্তদানে থাকুক বাঁধন’।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সৈয়দ রেজাউর রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. এ.কে.এম আবদুর রহমান এবং বাঁধনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মীবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁধন ঢাবি জোনাল সভাপতি আশিকুজ্জামান বলেন, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন। এখানে কাজ করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। দল, মত নির্বিশেষে সকলে সদিচ্ছায় এখানে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাঁধনের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর সভাপতি ছিলেন তারেক মাহমুদ তন্ময় এবং সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ মারুফ হোসাইন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান